বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়াড পেলেন হায়দার জাহান চৌধুরী

বিশেষ প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনা আর বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৪ জন বিশিষ্ট ব্যাক্তিকে বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড-২০১৬ প্রদান করা হয়েছে।
দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা গত শনিবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ সাহাব উদ্দিন মিলনায়তনে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা’র প্রেসিডেন্ট আলহাজ¦ মোঃ ফজর আলী’র সভাপতিত্বে সাদেকুল ইসলাম সাদেকের সঞ্চালনায় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইকরামুল হক টিটু। বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড-এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা(বি এস) সিলভার পেন অ্যাওয়ার্ড এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ রায়হান উদ্দিন সরকার।
সিলভার পেন অ্যাওয়ার্ড প্রাপ্তরা হচ্ছেন সমাজ সেবায় অধ্যাপক ডাঃ মুকতাদির, আলহাজ¦ এম এ ওয়াহেদ, রাধাচরণ সাহা রায়, ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন। ভাষা ও সাহিত্যে মু আ লতিফ, আলী আহাম্মদ খান আইয়ুব, শিল্পকলা, শিক্ষায় ফারুক আহাম্মেদ, গবেষনা ও বিজ্ঞানে ইঞ্জিনিয়ার মিথুন কুমার দাস, সাংবাদিকতায় ও আলোকচিত্রে শফিকুল ইসলাম মিন্টু, হায়দার জাহান চৌধুরী, কামরান পারভেজ, মোঃ হারুনুর রশিদ ও ইকরাম-উদ-দৌলা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।