নেত্রকোণা সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির নর্বাচিত নেত্রকোণা জেলা কার্য্যকরী পরিষদের নের্তৃবৃন্দের শপথ গ্রহণ ও কেন্দ্রীয় ফারুক-নজরুল পরিষদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৬ঘটিকায় নেত্রকোণা জেলা সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে শহরের হোসেনপুর এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণা জেলা সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ নজমুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা অধিদফতরের পরিচালক মোঃ হায়দর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, মহাসচিব মোঃ নজরুল ইসলাম ও জেলার সকল উপজেলার সমাজসেবা অফিসার এবং কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক নেত্রকোণা সমাজসেবা অধিদফতরের ৪র্থ শ্রেণীর দুস্থ ও গরীব কর্মচারী মোঃ রমজান আলীকে নগদ ৫০ হাজার টাকার অনুদান হাতে তুলে দেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।