
অপূর্ণতাতেই পূর্ণতা !
*** সাজেদা পারভীন
তুমি বল অর্ধেক গ্লাস খালি
আর আমি বলি অর্ধেক গ্লাস পূর্ণ,
এই পূর্ণ অপূর্নতাকে ঘিরেই সকল লীলা
এই ধরনীর জন্য।।
তবে অপূর্ণতা আছে বলেই
না পাওয়া জিনিসের অনেক মূল্য।
যে হীরের মালাটি তুমি কিনতে পারোনি বলে
ফেলেছ দীর্ঘশ্বাস,
আর বাকি যা তার তো হৃদয়ের অন্তঃকোনেই বসবাস।।
কিছু না পাওয়ার বেদনা আছে বলেই
বাঁচার এত সাধ এই ভুবনে,
সব চাওয়া পূরণ হলে পোড়াবে না এ অন্তর
কোন দগ্ধ উনুনে।।
শুধু সুখে নেই কোন সুখ,
তাতে বরং বাড়ে যে অসুখ,
সব পূর্ণতার দেখা পেলে
অ- এর বলো বুঝবো কি রূপ।।
এক জনমে যা রয়ে যাবে দূর্লভ,
পরজনমে না হয় তার তুলে নিও শোধ।।
নিরাশার বালুচরে গড়ো স্বপ্নের আবাস,
আশায় আশায় রোপন কর তোমার দীর্ঘশ্বাস।।