ময়মনসিংহ প্রেসক্লাব বৃত্তি পেয়েছে নেত্রকোণার তিন সহোদর

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সদস্য সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। এ বৃত্তি পেল তিন সহোদর।
ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপিকা রেবেকা ইয়াসমিন, বৃত্তি প্রদান উপ-কমিটির আহ্বায়ক ডা. কে আর ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহাম্মদ, শিক্ষার্থী নুসরাত জাহান শিখা মনি প্রমুখ। ময়মনসিংহ প্রেসক্লাব সদস্য সন্তানদের মধ্যে মেধা তালিকায় বৃত্তি পেয়েছে নেত্রকোণা মধুমাচি বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণির ছাত্র সাফাআত রহমান সামিন, আবু আব্বাস ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র হাসিবুর রহমান সিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ল’ এর শিক্ষার্থী নুসরাত জাহান শিখা মনি। ওরা নেত্রকোণা জেলা প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য, দৈনিক সমকাল নেত্রকোণা জেলা প্রতিনিধি মো. খলিলুর রহমান শেখ ইকবাল, গৃহিনী শিরিন আক্তারের সন্তান ও দৈনিক জাহান এবং দৈনিক বাংলার দর্পণের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম মো. হাবিবুর রহমান শেখের ভাতিজা-ভাতিজি। তাদের সফলতা কামনায় অভিনন্দন জানান-নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক সমিতি নেত্রকোণা জেলা শাখার সভাপতি হায়দার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক নাজমুশ শাহাদাৎ নাজু, রুরাল জানালিস্ট ফাউন্ডেশনের নেত্রকোণা জেলা কমিটির সভাপতি দিলওয়ার খান ও সম্পাদক সুজাদুল ইসলাম ফারাস, সাংগঠনিক সম্পাদক এরশাদুল হক জনি ও দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন। সকল শুভানুধ্যায়ীরা ওদের সুন্দর ভবিষ্যৎ কামনায় দোয়া করবেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।