
বিশেষ প্রতিনিধি: নানান কর্মসূচীর মধ্যদিয়ে নেত্রকোণায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা সেক্টর কমান্ডারস ফোরাম সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।পরে একটি শোক র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শেষে মুক্তিযোদ্ধা শামছুজ্জোহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের যুগ্ম সম্পাদক সিতাংশু বিকাশ আচার্য্য, মুক্তিযোদ্ধা আইয়োব আলী প্রমুখ। বক্তারা , চার নেতার কর্মময় জীবন, আদর্শ তুলে ধরে নতুন প্রজন্মকে তা ধারণ করার আহবান জানান।