
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে দ্বিতীয় বিয়ের আসর ছেড়ে পালিয়েছেন যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি। শুক্রবার বিকেলে চারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আসামি দুর্গাপুর উপজেলার চারিগাঁও গ্রামের মৃত গোল মাসুদের ছেলে মো. উছমান গণি (৩৯)।
এর আগে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ, উছমানের বিরুদ্ধে যৌতুক মামলা করেন তার স্ত্রী মনুয়ারা আক্তার খাতুন। পরে আদালতের বিচারক উছমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তিনি আত্মগোপন করেছিলেন।
নেত্রকোণার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) শাহ্ শিবলী সাদিক জানান, পলাতক আসামিকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।