বিয়েতে রাজী না হওয়ায় কলমাকান্দায় যুবতীকে ছুরিকাঘাত

কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোণা জেলার কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের কেশবপুর গ্রামে বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় বৃহস্পতিবার রাতে বেনী সরকারকে (২২) ছুরিকাঘাতে আহত করেছে একই উপজেলার সিংপুর গ্রামের রাজন চন্দ্র সরকার(২৪)। আহত বেনী সরকার ওই গ্রামের মৃত আরাধন সরকারের মেয়ে।
আহত বেনীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ রাজন চন্দ্র সরকারকে আটক করে শুক্রবার আদালতে পাঠিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার কলমাকান্দার কেশবপুর গ্রামের মৃত আরাধন সরকারের মেয়ে বেনী সরকারকে বেশকিছুদিন ধরে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের সিংপুর গ্রামের হরেন্দ্র চন্দ্র সরকারের ছেলে রাজন চন্দ্র সরকার বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মেয়ের পরিবার তার সাথে বিয়ে দিতে রাজী নয়। এরই মধ্যে পার্শ্ববর্তী সুনামগঞ্জের মধ্যনগর গ্রামের রেন্টু চন্দ্র সরকারের সাথে আগামী রোববার বেনী সরকারের বিয়ে ঠিক হয়। বিষয়টি জানতে পেরে রাজন চন্দ্র সরকার বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুই সহযোগি নেয়ে বেনী সরকারকে জোর করে নিয়ে যেতে চায়। এ সময় ধ্বস্তাধস্তির এক পর্যায়ে রাজন চন্দ্র সরকার বেনী সরকারকে ছুরিকাঘাত করে। এতে বেনী সরকার গুরুতর আহত হয়। এলাকাবাসী রাতেই তাকে কলমাকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বেনী সরকারের ভাই বিন্দু সরকার বাদী হয়ে রাজন চন্দ্র সরকার ও দুইজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় পুলিশ রাজন চন্দ্র সরকারকে বৃহস্পতিবার রাতেই পুলিশ আটক করেছে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হামলাকারী রাজনকে আটক করে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।