নেত্রকোণায় বিজয় ফুল উৎসবে প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা পুরাতন ডিসি অফিস প্রাঙ্গনে শুক্রবার বিজয় ফুল উৎসব উপলক্ষে দিনব্যাপী বিজয় ফুল উৎসবের গল্প ও কবিতা রচনা, জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা, কবিতা আবুত্তি, চিত্রাংকন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মান এবং দলগত দেশাত্মবোধক পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতা উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাকিলা দিল হাছিন। অন্যান্যের মধ্যে ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়ালিউল্লাহ, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ওস্তাদ রফিক মাহমুদ এবং জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল। জেলা দশ উপজেলা থেকে বিপুল সংখ্যক প্রতিযোগী উল্লিখিত প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।