পূর্বধলায়র ২৫শত গ্রাহককে পল্লী বিদ্যুতের সংযোগ প্রদান

পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোণার পুর্বধলা উপজেলার হোগলা, আগিয়া গোহালাকান্দা, নারানদিয়া এবং ধলামুলগাও ইউনিয়নের ২১টি গ্রামের ২৫ শত গ্রাহককে পল্লী বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে। মঙ্গলবার থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত এই তিন দিন সন্ধায় পুর্বধলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল এমপি (বীর প্রতিক) বিদ্যুত সংযোগ কার্যক্রম উদ্বোধন করেন। বিদ্যুত সংযোগ পাওয়া গ্রামগুলো হচ্ছে হোগলা ইউনিয়নের প্রজাপতিখিলা, হলুদিয়াপাড়া, সেওলারচর, কালিহরচর, দয়ালবাজার, জোয়ার্দারপাড়া, ছিলায়গাতি, আগিয়া ইউনিয়নের আগিয়া কাকয়িাকুড়ি এবং কালড্ঢোয়ার উত্তরপাড়া,গোহালাকান্দা ইউনিয়নের খাগুরিয়া, হামিদপুর, মানিকদি ও ছিলিমপুর, নারানদিয়া ইউনিয়নের সানখোলা ও তুলাবাইদ, ধালামুলগাঁও ইউনিয়নের বাড়িয়াল, জামধরা, নোয়াজী, উপলা, নিউপারা এবং চুরাটিয়া। বিদ্যুৎ সংযোগের শেষ দিনে গত বৃহস্পতিবার হোগলা ইউনিয়নের দয়ালবাজারে আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওয়ারেসাত হোসেন বেলাল এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম, অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক যুবলীগ সভাপতি মাসুদুল আলম টিপু। উল্লেখ্য,প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে ৪০ কিলোমিটার নতুন বিদ্যুত লাইন নির্মান করে বিদ্যুত সংযোগ প্রদান করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।