মোহনগঞ্জে যুব দিবস উদযাপন

এস,এম, সারোয়ার খোকন: নেত্রকোণার মোহনগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, ঋন বিতরণ, পরিস্কার পরিছন্নতা, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন প্রাপ্ত যুবদের মধ্যে মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন ইউএনও মোঃ মেহেদি মাহমুদ আকন্দ। যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নূরুজ্জানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক মুজাহিদুর রহমান ইমনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল করীম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আজিজুর রহমান প্রমুখ। সভায় ৪ জন যুব উদ্যোক্তাকে ২ লাখ টাকার ঋনের চেক প্রদান করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।