
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সরকারের উন্নয়নমুলক প্রচারণার স্থানীয় এমপির ক্যাডার দিয়ে বাধা ও হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আওয়ামীলীগের একাংশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার আহমেদপুর বাস স্ট্যান্ডে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, গুরুদাসপুর পৌর মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লা, জেলা আওযামীলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সহ অন্যান্য নেতা কর্মিরা। এসময় বক্তারা বলেন, বুধবার গুরুদাসপুরের সায়েদের মোড় এলাকায় আওয়ামীলীগ নেতা ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং দলের অন্যান্য নেতা-কর্মিরা সরকারের উন্নয়নমুলক প্রচারনা শুরু করলে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের ক্যাডার আলাউদ্দিন ভুট্টু ও তার সহযোগীরা তাদের বাধা দেয় এবং তাদের ওপর হামলা করে। স্থানীয় সংসদ তিনি জেলা আওয়ামীলীগের সভাপতি হয়েও এভাবে অন্য নেতা-কর্মিদের হয়রানী করাচ্ছেন। সেজন্য তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন বক্তারা ।