
বিশেষ প্রতিনিধি: শুক্রবার ময়মনসিংহে এসে নেত্রকোণার ১২টি উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। নেত্রকোণা জেলায় উদ্বোধন হতে যাওয়া প্রকল্পগুলো হচ্ছে-নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম,শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর সড়কের জারিয়া সেতু, নেত্রকোণা সরকারি কলেজে ছাত্রীনিবাস, কেন্দুয়া উপজেলায় ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম-কাম-মাল্টিপারপাস হল, নেত্রকোণা জেলার ফকিরের বাজার রোডে কংস নদীর ওপর ২১০ মিটার গার্ডার ব্রিজ, নেত্রকোণা জেলা টেনিস ক্লাব, নেত্রকোণা জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র, নেত্রকোণা-মদন-খালিয়াজুরী সড়কে ৩৭তম কিলোমিটারে ‘বালাই সেতু’(দৈর্ঘ্য ৯৪.২৭৪ মিটার), শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর সড়কের ২৭তম কিলোমিটারে ‘শান্তিপুর সেতু’ (দৈর্ঘ্য ৩৬.৬০ মিটার),শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর সড়কে ১৫তম কিলোমিটারে ‘ব্রাক্ষণখালি সেতু’(দৈর্ঘ্য ৩৯.২৫ মিটার),শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর সড়কে ২৩তম কিলোমিটারে ‘জারিয়া সেতু’ (দৈর্ঘ্য ২৩২.০০ মিটার) ও মগড়া সেতু (দৈর্ঘ্য ৭২.৯৫ মিটার)।
এছাড়াও নেত্রকোণার ১৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলো হচ্ছে-শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর জেলা মহাসড়ককে জাতীয় মহাসড়ক মান উন্নয়ন প্রকল্প,নেত্রকোণা-বিশিউড়া-ঈশ্বরগঞ্জ (ভায়া গৌরীপুর) সড়ক উন্নয়ন প্রকল্প,মোহনগঞ্জ উপজেলার হাইজদা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানসমূহ শক্তিশালীকরণ প্রকল্প, নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্প, নেত্রকোণা মেডিকেল কলেজ ও জেলা শহরের চল্লিশায় অবস্থিত হেনা ইসলাম কলেজ।
ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম রিপন জানান, ময়মনসিংহ জেলায় ২৮টি, নেত্রকোণা ও শেরপুরে ৩২টি এবং জামালপুরে ছয়টিসহ মোট ৬৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, শুক্রবার নেত্রকোণার ১২টি উন্নয়ন প্রকল্প ও ১৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।