
কলমাকান্দা প্রতিনিধি: সারাদেশের ন্যায় বিজয় ফুল দিবস উপলক্ষ্যে নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সংগ্রামী ইতিহাস শিক্ষার্থীদের মাঝে জানানোর উদ্দেশ্যে বুধবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা সদরে দুইটি ভিন্ন ভেন্যুতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় ফুল উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, কলমাকান্দা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোজাম্মেল হক, ভেটেনারি সার্জন ডা. মো. ফারুক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার মোজাম্মেল হক, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নূরে আলম ও উপজেলা একাডেমির সুপারভাইজার মো. তারিকুল ইসলাম প্রমুখ।