
কিশোরগঞ্জ প্রতিনিধি: ভৈরব থেকে মাদকদ্রব্য ও বিপুল পরিমান টাকাসহ আটক চট্টগ্রাম কারাগারের সেই জেলার সোহেল রানা বিশ্বাসকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার সন্ধ্যায় তাকে কিশোরগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়। আদালত আগামী সোমবার (২৯ অক্টোবর) শুনানীর দিন ধার্য্য করে তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানোর নির্দেশ দেন, আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুন্ নূর।
কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. তফিকুল ইসলাম তৌফিক জানান, মাদক মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৬ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে মাদক ও বিপুল পরিমাণ টাকাসহ চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে আটক করে রেলওয়ে পুলিশ।
এ সময় তার কাছ থেকে নগদ ৪৪ লাখ ৪৫ হাজারটাকা, আড়াই কোটি টাকার এফডিআর এবং ১ কোটি ৩০ লাখ টাকার বিভিন্ন ব্যাংকের চেকসহ ছাড়াও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ভৈরব থানার এসআই আশরাফ উদ্দিন ভুইয়া বাদী হয়ে শনিবার বিকেলে মাদক ও মানি লন্ডারিং আইনে সোহেল রানার বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।