
কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা উপজেলা সদরে ৯৪৬তম অগ্রণী ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হল রুমে বৃহস্পতিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুঠুফোনে স্থানীয় এমপি ছবি বিশ্বাস। অন্যান্যদের মধ্যে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান শাহ্ মো. ফখরুল ইসলাম ফিরোজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. খাইরুল কবির, এস.এম.নুরুল ইসলাম, মো. আনিসুর রহমান, ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক মো. খোরশেদ আলম, রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক মো.গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি চন্দন বিশ্বাস, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন প্রমূখ।