মদনে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৮ম শ্রেণির ছাত্রী

স্টাফ রিপোর্টার: নেত্রকোণার মদনে স্কুলপড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করায় তার বাবাকে নগদ দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে একই গ্রামের এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনা স্থলে পৌঁছলে বর পক্ষের লোকজন পালিয়ে যায়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি আতিকুল ইসলাম জানান, দৌলতপুর গ্রামের একটি বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় ছাত্রীর বাবাকে ২০০০ হাজার টাকা জরিমানা এবং প্রাপ্ত বয়স্ক না হাওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য মুচলেকা নেয়া হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।