মোহনগঞ্জে মাতৃত্বকালীন ভাতা বিষয়ে মত বিনিময় সভা

এস,এম, সারোয়ার খোকন: নেত্রকোণার মোহনগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত মাতৃত্বকাল ভাতাও কর্মজীবী ল্যাকটেটিং ভাতা কর্মর্সূচী পরীক্ষামূলক বাস্তবায়নের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার ইউএনও কার্যালয়ে সভায় বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচীর কর্মকর্তা, কাবিম বাথনাগার, জাস্টাস ওগোনা, সিনিয়র পলিসি অফিসার মোঃ মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত ইউএনও মোঃ রেজাউল করীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্ত শাহনাজ পারভীন প্রমুখ।
বিশ্ব খাদ্য কর্মসূচীর সহায়তায় সরকার বিদ্যমান কার্যক্রমটি দেশে ৮টি বিভাগের ৮টি জেলার ৮টি উপজেলায় প্রতি মাসে মাতৃত্বকাল কর্মজীবী ল্যাকটেটিং মাদার ভাতা কর্মসূচীকে অর্ন্তভূক্ত করে ভাতা হস্থান্তর, পুষ্টি বিষয়ক আচরণ ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ওপর একটি পরীক্ষামূলক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করেছে।
সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে ওসি মোঃ শওকত আলী, উপজেলা প্রকৌশলী মাহবুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নূরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিনয় শর্মা ইউপি চেয়ারম্যানদের মধ্যে হাবিবুর রহমান হাবিব, আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি এস,এম, সারোয়ার খোকন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।