ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে নেত্রকোণায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বিশেষ প্রতিনিধি: সম্প্রতি একটি টিভি টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলা তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নেত্রকোণায় মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু’র স্ত্রী জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কামরুন্নেছা আশরাফ দীনা বাদী হয়ে ব্যারিস্টার মঈনুল হোসেনকে আসামী করে বুধবার দুপুরে নেত্রকোণার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে-১ এই মামলা দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবী মনোয়ার পারভেজ জানান,ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৯ (১)ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বিজ্ঞ বিচারক শরিফুল হক মামলাটি আমলে নিয়ে পুলিশকে বিষয়টি তএন্তর নির্দেশ দিয়েছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।