
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোণার গাগলাজুর ইউনিয়নের ডিঙ্গাপোতা হাওরে চিকাডুবি বিলকে মৎস্য অভয়াশ্রম ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার বিলটি রক্ষনাবেক্ষনের দায়িত্ব এনজিও বাংলাদেশ নারী প্রগতি সংঘ রিকল ২০২১ প্রকল্পের আওতায় করাচাপুর শাপলা সমাজ ভিত্তিক সংগঠন বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আ ন ম আশরাফুল কবির। এ সময় প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।