
বিশেষ প্রতিনিধি : ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সোমবার নেত্রকোণায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সর্বস্তরের লোকজনের মাঝে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে সকাল ১০টায় পুরাতন কালেক্টরেট উন্মুক্ত প্রাঙ্গণ থেকে জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলের সামনে এসে শেষ হয়।
পরে পাবলিক হলে অতিরিক্ত জেলা প্রশাসক সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়ালী উল্লাহ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম বজলুল কাদের শাহজাহান, জনউদ্যোগের আহবায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাকিরুল ইসলাম, জেলা মটরযান পরিদর্শক লিটন বিশ^াস, নিরাপদ সড়ক চাই নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল সরকার, সহ-সভাপতি বিনয় তালুকদার প্রমূখ।