হেলিকপ্টারে চড়ে এসে ভোট চাইলেন ব্যারিষ্টার শাহ মোহসীন

কলমাকান্দা প্রতিনিধি: হেলিকপ্টারে এসে নৌকার পক্ষে ভোট চাইলেন লন্ডন যুবলীগের প্রচার সম্পাদক ও নেত্রকোণা-১ আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার শাহ মোহসীন। ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে এসে নিজ এলাকা কলমাকান্দা উপজেলার বাহাদুরকান্দায় জনসমাবেশ করে নৌকার পক্ষে ভোট চাইলেন। আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিষ্টার শাহ মোহসীন। আরও বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, কলমাকান্দা উপজেলার ছাত্রলীগ নেতা পল্টন সাহা ও মাইনুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল দেশ গড়ার পাশাপাশি নির্বাচনী এলাকা দুর্গাপুর-কলমাকান্দাকে লন্ডনের আদলে মিনি লন্ডন বানাতে চান। আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে নিজেকে জয়ী করে ওই আসনটি প্রধান মন্ত্রীকে উপহার দিতে চান তবে তিনি মনোনয়ন না পেলেও নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।