প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে নেত্রকোণার ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন

বারহাট্টা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বারহাট্টা, আটপাড়া ও কলমাকান্দা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ ৪টি নির্মিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন।
রোববার বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেত্রকোণা জেলা সদরের যুব প্রশিক্ষণ কেন্দ্র কলমাকান্দা,আটপাড়া, বারহাট্টা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে বারহাট্টা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান, নেত্রকোণা পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সাহা সেন্টু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ আব্দুল কাদের প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।