
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলার জারিয়া সরকারি খাদ্যগোদাম থেকে ১২৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উন্নতমানের চালের সঙ্গে নিম্নমানের ওই চাল মেশানোর সময় বস্তাগুলো জব্দ করা হয়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোদামের নিরাপত্তা প্রহরী মো. ফরহাদ মিয়া (৩০) ও শ্রমিক খায়রুল ইসলামকে (২৫) আটক করা হয়।
এ ঘটনায় শুক্রবার দুপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মাহবুব আলম তরফদার বাদী হয়ে পাঁচজনের নামে পূর্বধলা থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন, গুদামের খাদ্য পরিদর্শক মো. শহিদুল্লাহ, নিরাপত্তা প্রহরী মো. ফরহাদ মিয়া, মোস্তাক আহম্মেদ, শহিদুল্লাহ খান ও শ্রমিক সর্দার মো. খায়রুল ইসলাম।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বধলার জারিয়া সরকারি খাদ্যগোদামে কিছু অসাধু কর্মচারী ১২৮ বস্তা নিন্মমানের চাল এনে রাখে। পরে উন্নতমানের চালের সঙ্গে নিম্নমানের ওই চাল মেশানোর সময় গোপন খবর পেয়ে সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীনের নেতৃত্বে পুলিশ ওই চালের বস্তাগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় গোদামের নিরাপত্তা প্রহরী মো. ফরহাদ মিয়া ও শ্রমিক খায়রুল ইসলামকে আটক করা হয়। পরে গতকাল শুক্রবার দুপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মাহবুব আলম তরফদার বাদী হয়ে পাঁচজনের নামে পূর্বধলা থানায় মামলা করেন।
পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক হওয়া ব্যক্তিদের নামে মামলা হওয়ায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’