দুর্গাপুরে নবমীতিথিতে কুমারী পূজা

দুর্গাপুর প্রতিনিধি: শারদীয় পুজায় বাংলাদেশে একমাত্র নবমী তিথিতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুরের কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমে।

এ বিষয়ে বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, রামকৃষ্ণ আশ্রমে এবার ৮২তম এই কুমারী পূজার আয়োজন করা হয়েছে বলে জানান উপজেলা পুজা উদযাপন কমিটির আহবায় এডভোকেট মানেশ চন্দ্র সাহা। অপরদিকে আশ্রম কমিটির সম্পাদক প্রভাত চন্দ্র সাহা জানান, স্থানীয় জগবন্ধু সাহা, দেবেন্দ্র চন্দ্র সাহা, গুরু দয়াল সাহা ও বৈষ্ণব চরণ সাহার দান করা ৫২ একর জমিতে স্বামী সুখাত্মানন্দজী মহারাজ সুসঙ্গ দুর্গাপুর পরগনার মেঘালয়ের পাদদেশে কুল্লাগড়াতে রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্টা করেন ১৯৩৬ সালের ২১এপ্রিল। প্রতিষ্টাকালীন সময় থেকে এ মন্দিরে দূর্গাপূজার নবমী তিথিতে কুমারী পূজা চালু করেছিলেন স্বামী সুখাত্মানন্দজী মহারাজ আর সেই থেকে আশ্রমে নিরবিচ্ছিন্ন ভাবে কুমারী পূজা হয়ে আসছে। অন্য বছরের মত এবারও আশ্রমে সকাল ১১টায় থেকে শুরু করে বিকাল পর্যন্ত চলেছে কুমারী পূজা। তিনি বলেন, দেশের আর কোথাও নবমী তিথিতে কুমারী পূজা হয় না। আশে পাশের কয়েক জেলার হাজার হাজার ভক্তবৃন্দ এই কুমারী পূজা দেখার জন্য সকাল থেকে আশ্রম আঙ্গিনায় উপস্থিত হতে থাকেন পূজা ও প্রসাদ গ্রহনের জন্য।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।