
বিশেষ প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুল মতিন বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে নেত্রকোণায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
নেত্রকোণা জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজিবুল আলম হীরা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বর্তমান কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এডভোকেট আব্দুল মতিন তার বক্তব্যে বলেন, তিনি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। তিনি নেত্রকোণা সরকারী কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্রলীগের বিভিন্ন পদে থেকে দেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে ছাত্রলীগকে সু-সংগঠিত করেছেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি আরো বলেন, স্থানীয় ভাবে আমি কোন পদ পদবিতে না থাকলেও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সারাজীবন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে নিরলসভাবে আওয়ামীলীগকে তৃণমূল পর্যায়ে আরো বেশী সু-সংগঠিত করার কাজ করে যাচ্ছি। বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। এবারও আমি নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে দলীয় মনোনয়ন চাইব। দলীয় হাই কমান্ড আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো ইন্শাল্লাহ। আর দল মনোনয়ন না দিলে যাকে নৌকা প্রতিক দিয়ে এলাকায় পাঠাবে তাকেই নির্বাচিত করতে সব ধরনের চেষ্টা চালাবে। মত বিনিময় সভায় তিনি দলীয় মনোনয়ন লাভে তৃণমূলের নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মত বিনিময় সভায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ভুঁইয়া ও প্রজন্মলীগের সম্পাদক সৈয়দ সেলিমসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।