
বারহাট্টা প্রতিনিধি: প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মঙ্গলবার বারহাট্টায় মানববন্ধন করেছে ক্ষুব্ধ শিক্ষকরা।
বারহাট্টা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি মঙ্গলবার দুপুরে স্থানীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত ১৪ অক্টোবর সকালে ইনচান আলী নামক এক ছাত্র অভিভাবক বারহাট্টা সি কে পি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে ছাত্র ভর্তি না করার অভিযোগে প্রধান শিক্ষক অমলেন্দু সরকারের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে মারধর করে। বিষয়টি জানাজানি হওয়ার পর সর্বস্তরের শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারী ইনচান আলী’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন, বারহাট্টা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আফজাল হোসেন ও সাধারন সম্পাদক এম কামরুজ্জামানসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।