
দেলোয়ার হোসেন,ময়মনসিংহ: হাইকোর্টের রায়ের পরও চাকুরি স্থায়ীকরণ না করায়, মানববন্ধন কর্মসূচি পালন করেছে ময়মনসিংহে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বঞ্চিত কর্মচারিরা। সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। কর্মসূচি শেষে স্মারলপিলি দেয়া হয়।
মানববন্ধনে অংশ নেয়া চাকুরি প্রার্থীদের অভিযোগ, নওগা, ফরিদপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহসহ ৯ জেলার সিভিল সার্জন কার্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণীর ৯১১জন কর্মচারি এখনও নিয়োগ বঞ্চিত রয়েছে। অথচ শুন্যপদের বিপরীতে ২০১৫ সালের হাইকোর্ট কর্মচারিদের নিয়োগের আদেশ জারি করলেও, এখনও তা বাস্তবায়ন হয়নি। অথচ ছয় বছর ধরে মাস্টাররোলে চাকুরি করছে তারা। তাই, দ্রুত তাদের চাকুরি স্থায়ী করণের দাবি জানানো হয় কর্মসূচি থেকে।