হাওর এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন বিষয়ক সভা

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার হাওর এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর সকল প্রকার দারিদ্র্যের অবসান এবং উন্নয়নে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ বিষয়ক বৃহস্পতিবার দিনব্যাপী এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বিএনপিএসের ব্যবস্থাপক আলী আমজাদ খানের সঞ্চালনায় এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঈন-উল ইসলাম। বিষয়ভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন অক্সফামের রুরাল ম্যানেজার আশীষ কুমার বক্শী এবং প্রকল্প সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান। এ সময় আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন, জেলা মহিলাবিষয়ক অফিসার ফেরদৌসি বেগম, মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলালউদ্দিন, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল এবং বাংলার নেত্র সম্পাদক কামাল হোসেন ও আলপনা বেগম প্রমুখ।
সভায় হাওরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।