
ময়মনসিংহ প্রতিনিধি: বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে আজ শনিবার সকালে বিভাগীয় কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গনে শেষ হয়। পরে এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে বেলুন ও কেক কেটে তৃতীয় বর্ষপুর্তির আলোচনা সভার শুভ সূচনা হয়। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
এতে আরো বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, আওয়ামীলীগের জেলা সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা প্রমুখ।