
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে স্কুল কলেজের শিক্ষার্থী ও সর্বস্তরের অংশ গ্রহণে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্র চর্চা ও নির্বাচনী জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে নির্বাচনী অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে শুক্রবার সকালে অনুষ্ঠিত নির্বাচনী অলিম্পিয়ার্ড উদ্বোধন করেন উপজেলা সুজন সভাপতি মি. অজয় সাহা | অলিম্পিয়ার্ডে উপজেলা ৪টি কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী নির্বাচনী মতামত বিষয়ক পরীক্ষায় অংশনেয়। পরে দ্যা হাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী এ.এন এম নাজমুল হোসাইন এর সঞ্চালনায়,উপজেলা সুজন সভাপতি মি. অজয় সাহার সভাপতিত্বে এক মুক্ত আলোচনায় বক্তব্য দেনউপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক খান। । এতে দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী বন্যা সাহা, রুমকা আক্তার, শ্রীদেবী হাজং এর নানা প্রশ্নোত্তর খন্ডন করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার। অন্যদের মধ্যে আলোচনা করেন, অধ্যাপক মোঃ ওবায়দুল্লাহ, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, এসআই মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সুজন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কবি মোঃ আবুল বাশার, নারী নেত্রী শিপ্রা পাল প্রমুখ।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়েই সুন্দর ও সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত হবে। একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার মতো যোগ্যতা বর্তমান নির্বাচন কমিশনের রয়েছে। আমরা চাই আগামী জাতীয় নির্বাচনে বিএনপিসহ দেশের সকল রাজনৈতিক দলের অংশ গ্রহন করুক। নতুন প্রজন্মের কাছে একটি গ্রহনযোগ্য নির্বাচন দেয়া হউক।