জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে নেত্রকোণায় র‌্যালি ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি: ‘টেকসই উন্নয়ন, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৮ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে শনিবার নেত্রকোণায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় স্থানীয় শহীদ মিনারের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যাটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলে আলোচনা সভায় মিলিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মেহরাজ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান াতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিলোৎপল তালুকদার, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুব্রত সরকার প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।