নেত্রকোণায় স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

বিশেষ প্রতিনিধি: স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করাও সরকার ব্যবস্থার উন্নয়ন সাধনের লক্ষে বুধবার নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্ব অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। ইউএনডিপির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় ভিডিও চিত্র উপস্থাপন করেন ইউএনডিপির কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী এ এস এম আসাদুজ্জামান উপসচিব,পলিসি বিশেষজ্ঞ মোজাম্মেল হক,নেত্রকোণা জেলা পরিষদের প্রধান নির্বাহী বাবর আলী মীর, পুর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, কেন্দুয়া উপজেলা দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, ডেপুটি সিভিল সার্জন নিলুৎফল তালুকদার, জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ জেলার ত্রিশটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সচিব গণ উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রকল্পের কৌশল ও সুপারিশ তোলে ধরা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।