
মদন প্রতিনিধি: মদনে মুক্ত জলাশয়ে বাঁধ দিয়ে মাছ নিধন শিরোনামে মঙ্গলবার দৈনিক বাংলার নেত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর সেই বাঁধ ভেঙ্গে দিল উপজেলা প্রশাসন। উপজেলার ফতেপুর ইউনিয়নে ফতেপুর ছত্রকোনা গ্রামের পেছনে এলাকার কতিপয় প্রভাশালী ব্যাক্তিরা দীর্ঘদিন ধরে ধলাই নদীতে বাঁধ দিয়ে মাছ নিধন করে আসছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ সুনজর না দেওয়ায় সরকারি সম্পদ ব্যাক্তিগত ভাবে ব্যবহার হচ্ছিল। স্থানীয় সাংবাদিকগণ সরেজমিন পরিদর্শন করে সংবাদ প্রকাশ করলে প্রশাসনের নজরে আসে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মোঃ ওয়ালীউল হাসান ঘটনা স্থলে পৌঁছে ধলাই নদীতে দেয়া বাঁধটি ভেঙে দিয়ে সাধারণ জনগণ যেন এর সুফল ভোগ করতে পারে সে জন্য তিনি উন্মোক্ত করে দেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরীসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওয়াহিদুল আবরার জানান, সংবাদ প্রকাশের পর বিষয়টি জেনে ইউএনও স্যার মোবাইল কোর্টের মাধ্যমে বাঁধটি ভেঙ্গে দিয়েছেন। আর কোন মহাজন কিংবা প্রভাবশালী ব্যাক্তি মসজিদ মাদ্রাসার নামে এভাবে যেন বাঁধ না দিতে পারে এ বিষয়ে আমরা সচেষ্ট থাকব।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান বলেন,এভাবে যে নদীতে বাঁধ দিয়ে মাছ নিধন করছে তা আমার জানা ছিল না। সংবাদ প্রকাশের পর বিষয়টি অবগত হয়ে বাধঁটি ভেঙ্গে দিয়েছি।