
বিশেষ প্রতিনিধি: কোটা প্রজ্ঞাপন বাতিল ও কোটা পদ্ধতির ৩০% বহালের দাবীতে নেত্রকোণার মোক্তারপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে সড়কে সকাল এগারোটায় বিক্ষোভ করছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলসহ মুক্তিযোদ্ধাগণ।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেত্রকোণা জেলা শাখার ব্যানারে বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানেরা সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ চলাকালে মুক্তিযোদ্ধাদের ৩০% কোটা পূণর্বহালের দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, ৭১-এর সেক্টরস কমান্ডার ফোরামের নেত্রকোণার আহবায়ক মুক্তিযোদ্ধা মোঃ শামছুজ্জোহা, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নুরুল আমিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন খান, ডায়াবেটিস সমিতির সম্পাদক মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদর উপজেলা কমান্ডার আইয়ুব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জুবেদ আলী, মুক্তিযোদ্ধা কাজী তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ওমর ফারুক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেত্রকোণার সভাপতি হাজী খায়রুল ইসলাম বাবুল, সম্পাদক গাজী মোর্তুজা হোসেন কামাল, রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদক হাবিবা রহমান খান শেফালী, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমিসহ বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা।