জন্মদিনে নেতা কর্মীদের ভালবাসায় সিক্ত শফি আহমেদ

স্বাগত সরকার শুভ: কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। ঠিক সেরকম একজন সাদা মনের মানুষ শফি আহমেদ। আজ তাঁর জন্মদিন। রাজধানীর বিজয়নগরের ব্যাক্তিগত কার্যালয়ে আজ হাজারো নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত হলেন তিনি।মূলত ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম তারকা নেতা তিনি। সর্বদলীয় ছাত্রদের নিকট তিনি ছিলেন সর্বাধিক গ্রহণ যোগ্য। তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের ও সর্বদলীয় ছাত্র ঐক্যের শীর্ষ নেতাদের একজন ছিলেন শফী আহমেদ। এরশাদ বিরোধী সেই দূর্বার দিন গুলোতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সঙ্গে ছিলো চমৎকার পারিবারিক সম্পর্ক।বিএনপি-জামায়াত শাসনামলে শফি আহমেদ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফুজ্জামান বাবরের সন্ত্রাসী কমর্মকান্ডের বিরুদ্ধে এলাকায় দলের নেতাকর্মীদের নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে ২০০৬ সালের নির্বাচনে দল থেকে তিনি মনোনয়ন পান কিন্তু জরুরী অবস্থার কারণে তখন নির্বাচন না হওয়ায় ২০০৮ সালে আবারও মনোনয়ন পেলেও পরে দলীয় সিদ্ধান্তে বর্তমান এমপি জনাবা রেবেকা মোমিন মনোনয় পান। দীর্ঘদিন ধরে শফি আহমেদ এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। নেত্রকোনা-৪ নির্বাচনী আসনে বর্তমানে সাধারণ মানুষের জনমতে তিনিই এগিয়ে আছেন ভোটের মাঠে। এলাকায় দলমত নির্বিশেষে সকলের কাছেই একজন গ্রহণযোগ্য ও ক্লিন ইমেজের নেতা হসেবে তিনি পরিচিত। অবহেলিত ভাটি ও হাওর অঞ্চলের মানুষের জন্য এবং সর্বোপরি নেত্রকোনা জেলার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসাবে (মদন, খালিয়াজুরি এবং মোহনগঞ্জ উপজেলা) ভোটারদের সঙ্গে অন্তরঙ্গ হয়ে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে। মনোনয়ন প্রাপ্তি এবং জয়ের ব্যাপারে তার আশাবাদ শত ভাগ।জন্মদিনের অনাড়ম্বর আয়োজনে নেত্রকোনা, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি থেকে আগত সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে শফি আহমেদ বলেন, আজ আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমার অফিসে এসে যারা জন্মদিনের শুভেচ্ছা জানালেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আপনাদেরই মানুষ। আপনাদের সেবা করতে চাই আমৃত্যু। আমি সবাইকে একটি কথা বলতে চাই আপনারা জননেত্রী শেখ হাসিনার উন্ননয়নের বার্তা এলাকার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন। সামনের দিনগুলোতে আমাদের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আমাদের কাজ করে যেতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবেই আপনাদের সাথে সবসময় থাকতে পারি। প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এই কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা। নেত্রকোণা জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী এই তিন উপজেলার ২১ টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সাধারণ মানুষকেই আপন করে নিয়েছেন শফি আহমেদ। তিনটি উপজেলার হাটবাজার গ্রামগঞ্জ দলীয় নেতাকর্মীদের দেওয়া তোরণ, বিলবোর্ড, পোস্টারে শোভা পাচ্ছে ‘আগামী সংসদ নির্বাচনে শফি আহমদ ভাইকে এমপি হিসেবে দেখতে চাই।’

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।