
বারহাট্টা প্রতিনিধি: চল্লিশ বছরেও সংস্কার হয়নি বারহাট্টার সাহতা ইউনিয়নের উত্তর ডেমুরা,দক্ষিণ ডেমুরা, সাবানিয়া, জিনাইপুরি, শুনই গ্রামে যাওয়ার একটি সড়কের।
কয়েকটি গ্রামের প্রায় বিশ হাজার মানুষ এপথ দিয়ে চলাচল করলেও সড়কটি সংস্কার করা হচ্ছে না। ফলে দুর্ভোগ বাড়ছে এলাকাবাসীর। বর্ষকালে অসুস্থ রোগীদের বারহাট্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে সীমাহীন দুর্ভোগে পোহাতে হয়। তাছাড়াও এলাকার লোকজনের কৃষিপণ্য উপজেলা সদরে আনতে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সাহতা ইউনিয়নের এই পাঁচটি গ্রামের অর্থনীতির চাকা আটকে আছে সড়কটির নাজেহাল অবস্থার কারণে। এই বিষয়ে সাহতা ইউনিয়নের চেয়ারম্যান পল্টন সরকারের সাথে যোগাযোগ করতে চাইলে মুঠোফোন ধরেননি তিনি।