
নাটোর প্রতিনিধি: নাটোরে রাজকুমারী ইন্দুপ্রভা দেবীর আত্মকথা, উত্তরা গণভবনের ইতিহাস সহ চারটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশিত অন্য দুটি বই হলো জেলা উন্নয়ন পরিকল্পনা (রূপকল্প-২০২১, টেকসই উন্নয়ন অভিষ্ট-২০৩০ এবং রূপকল্প-২০৪১) ও জেলা প্রশাসক শাহিনা খাতুনের লেখা কাব্যগ্রন্থ হাঁটার গান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, নাটোর পৌরমেয়র উমা চৌধুরি জলি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রাজ্জাকুল ইসলাম সহ জনপ্রতিনিধি, সুধী সমাজ ও সাংবাদিকবৃন্দ। পরে প্রকাশিত বইগুলির ওপর আলোচনা করেন অধ্যাপক অলোক মৈত্র, সাংবাদিক আবুল কালাম আজাদ ও পরিতোষ অধিকারীসহ অন্যান্যরা।