কেন্দুয়ায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

কেন্দুয়া প্রতিনিধি:“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই স্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসন আয়োজন করেছে ৩ দিনব্যাপী উন্নয়নমেলা। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরতে ৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে বর্ণাঢ্য বিশাল র‌্যালী বের করা হয়। এর আগে সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলা উদ্বোধন করেন। বর্নাঢ্য র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। মেলামঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা ৩ কেন্দুয়া- আটপাড়া আসনের সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, পৌরসভা মেয়র আসাদুল হক ভূঁইয়া, জয়হরি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হোসেন প্রমূখ। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।