দুর্গাপুরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ সরকারের ভবিষ্যত পরিকল্পনা, এমডিজি অর্জন ও সরকারের সাফল্যে জনগনকে উদ্ভুদ্ধকরন এবং উন্নয়নের দর্শনে সকলের অংশগ্রহণের জন্য দুর্গাপুর উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপি ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে।

সারাদেশের ন্যায় বৃহস্পতিবার তিনদিনব্যাপী এ মেলা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্তর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের অংশগ্রহণে এক বর্নাঢ্য শোভাযাত্রা পৌরশহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় ”বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, পৌর মেয়র আব্দুস সালাম, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আবুল কাসেম, কৃষি বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ছোহরাব হোসেন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাইন উদ্দিন খাঁন প্রমুখ।

মেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন দিক তুলে ধরে বিভিন্ন দপ্তরের প্রায় ৪০টি স্টল প্রদর্শিত হয়। এছাড়া সন্ধ্যায় সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে মুক্তিযুদ্ধ ও উন্নয়নের সাথে সঙ্গতিরেখে উপজেলা শিল্পকলা একাডেমী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।