
কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাল্টিপারপাস কাম-অডিটরিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ছবি বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান খোকন, জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আল-মামুন, ওসি মো. মাজহারুল করিম, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন ও ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিছ প্রমুখ।