ময়মনসিংহে মহানগর আ’লীগ সভাপতির বাসভবনে হামলাকারিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলমের বাসভবন ও ময়মনসিংহ রাইফেলস্ ক্লাবে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ১৪ দল ও মহাজোটের নেতৃবৃন্দ।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি জানান। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনিতি ঘটাতে কতিপয় সন্ত্রাসী ও চাঁদাবাজরা পরিকল্পিতভাবে শহরে হত্যাসহ সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। এদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাইফেলস্ ক্লাবের সভাপতি এহএতেশামুল আলমকে হত্যার উদ্দেশে গতরাতে তাঁর বাসভবন ও রাইফেলস্ ক্লাবে হামলা ও ভাঙচুর করেছে  সন্ত্রাসীরা।
সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম সাদিক হোসেন, ওয়াকার্স পার্টির তপন সাহা চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন । জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার শাহ আবিদ হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে এসে শেষ করে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।