ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলমের বাসভবন ও ময়মনসিংহ রাইফেলস্ ক্লাবে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ১৪ দল ও মহাজোটের নেতৃবৃন্দ।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি জানান। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনিতি ঘটাতে কতিপয় সন্ত্রাসী ও চাঁদাবাজরা পরিকল্পিতভাবে শহরে হত্যাসহ সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। এদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাইফেলস্ ক্লাবের সভাপতি এহএতেশামুল আলমকে হত্যার উদ্দেশে গতরাতে তাঁর বাসভবন ও রাইফেলস্ ক্লাবে হামলা ও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।
সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম সাদিক হোসেন, ওয়াকার্স পার্টির তপন সাহা চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন । জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার শাহ আবিদ হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে এসে শেষ করে।