আগামীকাল রাষ্ট্রপতি আসছেন নেত্রকোণায়

বিশেষ প্রতিনিধি: আন্তর্জাতিক লোকসংস্কৃতি উৎসবের উদ্বোধন ও অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল বুধবার নেত্রকোণায় আসছেন। তাঁর এ সফরকে ঘিরে শহরের বিভিন্ন এলাকা বর্ণিল সাজে সজ্জিত করা হচ্ছে। চায়ের দোকান থেকে শুরু বিভিন্ন ফোরামে চলছে এ নিয়ে আলোচনা।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর একটার দিকে রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে রওনা দিয়ে সোয়া একটার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে দুইটার দিকে নেত্রকোণার সাকুয়া এলাকায় বিজিবির মাঠে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সেখান থেকে জেলা শহরের কুড়পাড় এলাকায় সার্কিট হাউজ হয়ে দুপুর দুইটা ২০ মিনিটে মোক্তারপাড়া এলাকার পুরাতন জেলখানায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ই্নকিউভিশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর রাষ্ট্রপতি আড়াইটায় মোক্তারপাড়া মাঠে লোক সংস্কৃতি উসৎবে প্রধান অতিথি হয়ে উদ্বোধন করবেন।
নেত্রকোণা জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি মোস্তফা জব্বার। ওই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট লোকগবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, এসডিজির মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কাযালয়ের সচিব সাজ্জাদুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলী, দীনেশ চন্দ্র সেনের প্রপৌত্রী দেবকনা সেন, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচায অধ্যাপক সবুজ কলি সেন, প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দেশের লোকসংস্কৃতি গবেষক ও শিল্পীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে চারটার দিকে রাষ্ট্রপতি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
এ দিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। মহামান্য রাষ্ট্রপতিকে নেত্রকোণা জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শাজাহান মিয়া গার্ড অব অনার প্রদান করবেন।
জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতি হওয়ার পর নেত্রকোণাতে এটিই হবে প্রথম সফর। মহামান্য রাষ্ট্রপতি আসবেন এ খবর জেলাবাসী আনন্দিত। ইতিমধ্যে তাঁর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
নেত্রকোণা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীর সদস্য ১৫৭৭ জন নিয়োজিত রয়েছেন। র‌্যাব, বিজিবি ছাড়াও বিভিন্ন নিরাপত্তা সংস্থার আরো সদস্য মোতায়েন করা হয়েছে ‘

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।