
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ইঞ্জিনিয়ারিং কলেজকে অনতিবিলম্বে ময়মনসিংহ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মুয়েট) উন্নীত করার দাবিতে ময়মনসিংহ শহরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী চলাকালে বক্তব্য রাখেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী রিফাতুন করিম,ফয়েজ আহমেদ জাকারিয়া, সোহানা হোসাইন, রাকিবুল ইসলাম রাকিব, রিফাত আল ইসলাম টিপু,ফয়জুল বারী ইনু, মাসুদ রানা,আব্দুল্লাহ ও খালিদ সাইফুল্লাহ তামিম।
বক্তারা বক্তবে বলেন, ২০০৯ সালে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের যাত্রা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অধিনে কলেজটিতে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ তিনটি বিভাগ চালু রয়েছে। কলেজের তিনটি বিভাগীয় ভবনসহ ১৩টি ভবন ও ছাত্র-ছাত্রীদের জন্য তিনিটি আবাসিক হল রয়েছে।
আগামী ১১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে ময়মনসিংহ আসছেন। ওইদিন প্রধানমন্ত্রী ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পুর্নাঙ্গ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মুয়েট) উন্নীত করার ঘোষনা দিবেন এটা ময়মনসিংহবাসির প্রাণের দাবি। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।