নেত্রকোণায় কৃষক ছাত্তারকে হত্যার দায়ে ৪ জনেরর যাবজ্জীবন

বিশেষ প্রতিনিধি : নেত্রকোণায় কৃষক আব্দুছ ছাত্তারকে (৪৫) নৃসংশভাবে কুপিয়ে হত্যার দায়ে ৪ আসামীকে যাবজ্জীবন করাদন্ড, তৎসহ প্রত্যেককে ২ লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ২ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। নেত্রকোণার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছেন আলমপুর পলাশতলা গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র মোঃ খোরশেদ(৪০), মোঃ হাফিজ উদ্দিনের পুত্র নিজাম উদ্দিন(৩৫) ও হাসিম উদ্দিন আবুনী(২৫) এবং মোঃ রাশিদের পুত্র আলাল(২২)।
আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণীতে প্রকাশ, নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বৈরাটী ইউনিয়নের আলমপুর পলাশতলা গ্রামের শহর আলীর পুত্র আব্দুছ ছাত্তারের সাথে একই গ্রামের মৃত শেখ আমিরের পুত্র মোঃ হাফিজ উদ্দিনের (৫৫) জমি-জমা সংক্রান্ত বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে ২০১৪ সালের ১৪ আগষ্ট সকাল পৌনে ৯ টার দিকে আব্দুছ ছাত্তার আদালতে স্বাক্ষী দিতে আসার পথে ভাগবুর ব্রীজের কাছে আসা মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। এ ব্যাপারে মৃতকের ছেলে মোঃ উজ্জল মিয়া (২২) বাদী হয়ে হাফিজউদিনসহ ১২ জনকে আসামী করে ১৫ আগষ্ট পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের ১৬ জুন সকল আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। বিজ্ঞ বিচারক ১০ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহনান্তে ৪ আসামীর বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় উপরোক্ত রায় প্রদান করেন। মামলার অপর ৮ আসামীর বিরুদ্ধে অপরাধ প্রমাণীত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন। খালাসপ্রাপ্তরা হলেন, হাফিজ উদ্দিন, আজিম উদ্দিন, রাশিদ, আল আমিন, বিল্লাল হোসেন, ফিরোজা বেগম, জুবেদা খাতুন ও দিলোয়ারা খাতুন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি ইফতেখার উদ্দিন আহাম্মদ মাসুদ আর আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মানবেন্দ্র বিশ্বাস উজ্জল।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।