
সুনামগঞ্জ প্রতিনিধি:ওপারের মেঘালয় পাহাড় থেকে খাদ্যের সন্ধানে এসে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের লোকালয়ে মাদ্রাসা ভবনে এসে ধরা পড়ল প্রায় ১৮ ফুট লম্বা একটি অজগর সাপ। ’
বুধবার সন্ধায় উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের স্থানীয় মহিলা মাদ্রাসার টিনশেড ভবনের আড়ার ওপর থেকে গ্রামবাসী অজগরটিকে আটক করেন।’
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার লাকমা মহিলা মাদ্রাসার টিনশেড ভবনের আড়ার ওপর থাকা অজগর সাপটি বুধবার সন্ধায় বারান্দায় এক কিশোরী গেলে অজগরটি আড়াল ওপর থেকে ফোঁস ফোঁস করে ত্যাড়ে আসে।’
ওই সময় কিশোরী চিৎকার শুরু করলে পাশর্^বর্তী বাড়ির রেহেনা বেগম নামের অপর এক নারী দৌড়ে এসে কিশোরীকে নিরাপদে সড়িয়ে নিয়ে গ্রামবাসী খবর দেন।’ পরে গ্রামবাসী কৌশলে অজগরটিকে বস্তাবন্ধি করে আটকে ঈদগাহ মাঠে নিয়ে যান।’
উপজেলার লাকমা গ্রামের তরুণ কামরুল ও রতন মিয়া জানান, অজগরটি ১২ হাত ( ১৮ফুট) লম্বা, ওজনে প্রায় ৪০ কেজি (১মণ ) হবে।’ তারা আরো জানান, অতীতে বিভিন্ন সময় পাহাড়ি বিভিন্ন প্রজাতির সাপ ধরা পড়লে এত বড় সাপ কোনদিন ধরা পড়েনি।’
এদিকে সীমান্তের লাকমা গ্রামে বিশাল আকৃতির অজগর সাপ আটকের খবর পেয়ে সীমান্তবর্তী কয়েক গ্রামের উৎসুক জনতা সাপটিকে এক নজর দেখার জন্য ভীড় করেন।’
সুনামগঞ্জ বন বিভাগের তাহিরপুরের ধলইরগাঁও বিট অফিসার বীরেন্দ্র কিশোর রায় জানান, ধারণা করা হচ্ছে মেঘালয় পাহাড়ে অপরিকল্পিতভাবে কয়লা ও চুনাপাথর কোয়ারী খননের সময় মাইলের পর মাইল পাহাড়ি এলাকা জুড়ে বনভুমি উজার করায় খাদ্যের অভাবে এপারে লোকালয়ে এসে পড়েছিল অজগরটি।’ তিনি আরো বলেন, অজগরটি অবমুক্ত করার জন্য রাতেই সিলেটের টিলাগড় ইক্যুপার্কে নিয়ে যাওয়া হয়েছে।”