
বিশেষ প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন কেন্দুয়া উপজেলার উত্তর কেন্দুয়া ক্লাস্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা ফাহিমা আক্তার।
ফাহিমা আক্তার কেন্দুয়া ডিগ্রী কলেজ থেকে বিএ পাশ করার পর নেত্রকোণা সরকারী কলেজ থেকে মাস্টার্স পাস করে ২০০৫ সালে ২৪ জানুয়ারী সহকারী শিক্ষক হিসেবে চাকুরীতে যোগদান করেন। ২০০৬ সালে নেত্রকোণা পিটিআই থেকে সাফল্যের সহিত সার্টিফিকেট ইন প্রাইমারী এডুকেশন (সি-ইন-এড) কোর্স সম্পন্ন করেন। ফাহিমা আক্তার কেন্দুয়া উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত মাহবুবুর রাজ্জাক সাকি’র স্ত্রী।
নেত্রকোণার জেলা প্রশাসক মঈনউল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের সার্বিক কার্যক্রম মূল্যায়ন করে গত সপ্তাহে ফাহিমা আক্তারকে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত করেন।
ফাহিমা আক্তার জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, পৌর মেয়র আসাদুল হক ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নূরুন্নবী ভূঁইয়া বকুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।