কেন্দুয়ায় মনোনয়ন প্রত্যাশী অসীম উকিলের মতবিনিময়

কেন্দুয়া প্রতিনিধ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা-৩(কেন্দুয়া-আটপাড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী অসীম কুমার উকিল।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া মহল্লার নিজ বাসায় তিনি পৃথক পৃথকভাবে এ মতবিনিময় করেন। এ সময় কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপক অপু উকিল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আসাদুল হক ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূইয়া, জেলা যুবলীগের সদস্য তাপস ব্যানার্জী, উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বিপুলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে অসীম কুমার উকিল নির্বাচনী এলাকার আটপাড়া উপজেলা আওয়ামী লীগ ও তেলিগাতী বাজারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।