
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী ও মোহনগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌর পাবলিক হলে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পুর্নমিলনী উদযাপন কমিটির উদ্যোগে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, নেত্রকোণার জেলা প্রশাসক মঈনউল ইসলাম,পুলিশ সুপার জয়দেব চৌধুরী, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মাহমুদ আকন্দ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জয়িতা ফাউন্ডেশনের উপ-পরিচালক শাখাওয়াত হোসেন তালুকদার ও মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল প্রমুখ।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ৩শ ২জন মেধাবী শিক্ষার্থীর হাতে মোট ৫ লক্ষাধিক টাকা ও একটি করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ তুলে দেন।