
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ফজলুর রহমান খানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বুধবার জেলা আওয়ামীলীগের উদ্যোগে একটি শোকর্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, যুগ্ম সম্পাদক নূর খান মিঠু সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ।