শিখা মনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে

বিশেষ প্রতিনিধি : নূসরাত জাহান শিখা মনি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির সুযোগ পেয়েছে। সে সমকালের নেত্রকোনা জেলা প্রতিনিধি মো. খলিলুর রহমান শেখ ইকবাল ও গৃহিনী শিরিন আক্তার খাতুনের মেয়ে এবং ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক জাহান পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত মো. হাবিবুর রহমান শেখের ভাতিজি। ২০১৬ সালে নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়েছিল। শিখা ময়মনসিংহ প্রেসক্লাব থেকেও মেধা বৃত্তি পেয়ে থাকে। এবার আবু আব্বাস ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে ৪.৭৫ পেয়ে উত্থীর্ণ হয়েছে। সে আইন বিভাগে পড়াশুনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মেধ ও দেশের মানুষের সেবা করতে চায়। এ জন্য তার সকল আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থী।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।